মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্টে মাদক কারবারি শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১২ ২০২৫, ২০:০৬

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের অভিযানে অপারেশনের অংশ হিসেবে মাসুম খন্দকার নামের এক মাদক কারবারি শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার দেউলী গ্রামের মুসুদা খালের ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা ও বিভিন্ন সূত্রমতে, মোঃ মাসুম খন্দকার উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামের বাসিন্দা মরহুম হামিদ খন্দকারের ছেলে এবং উপজেলার সুবিদখালী বন্দরের গার্লস স্কুল সংলগ্ন নিজ বাসায় থাকেন।

সে উপজেলা শ্রমিক লীগের বর্তমান আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে পূর্ব থেকে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।

মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার জানান দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য আমাদের অপারেশন অব্যাহত রয়েছে। বিশেষ করে যারা দেশে অস্থিরতা তৈরি করতে পারে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করি এই অভিযান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও