বরগুনায় সন্ত্রাসীর ছোড়া গুলিতে আহত ১

নভেম্বর ২৫ ২০২৪, ১৭:৪৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে সন্ত্রাসীর ছোড়া গুলিতে সগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জাকির (৪২) নামের এক সন্ত্রাসীকে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সগীর হোসেন পজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে এবং সন্ত্রাসী জাকির একই এলাকার ময়েজ উদ্দিন হাওলাদারের ছেলে।

সূত্রে জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল মান্নান হাওলাদারের ছেলে কবির হোসেনের (৪৮) সাথে একই স্থানের ময়েজ উদ্দিন হাওলাদারের ছেলে সন্ত্রাসী জাকিরের সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সন্ত্রাসী জাকির কবিরকে কিল ঘুসি দেয়, কবির তার ছোট ভাই সগীরকে ফোন করলে তিনি ঘটনাস্থলে এসে জাকিরকে বিষয়টি জিজ্ঞেস করলে উত্তেজিত সন্ত্রাসী জাকির তাকে গুলি করে। সগীর পায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

গুলির শব্দ শুনে স্থানীয়রা জড়ো হলে জাকিরকে গণধোলাই দিয়ে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে জাকিরকে আটক করে এবং আহত সগীরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দু’জনকেই তালতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইমরান বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত সন্ত্রাসী জাকিরকে পিস্তলসহ আটক করি। এ ঘটনায় আহত ছগিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও