বরিশাল নগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকের অব্যাহতি প্রত্যাহার

জুন ২৯ ২০২৪, ১৮:৩৩

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিকের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। তরিকুল ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আড়াইমাসের আন্দোলনের সময় মহানগরের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন। গত ২১ মার্চ তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম তারিকের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আর কোনো বিধিনিষেধ রইল না। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

অব্যাহতি প্রত্যাহার করায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তরিকুল ইসলাম তারিক জানান, ‘আমার, আমাদের অভিভাবক ও বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের একজন কর্মী হয়ে অতীতের মতো রাজপথেই আছি ও থাকব। গণতন্ত্রের মা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করব। দেশ মুক্তির আন্দোলনে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে বরিশাল মহানগর ছাত্রদল অতীতের মতোই রাজপথে থাকবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও