আমতলীতে জোবায়ের পরিবহন গাড়ীর চাপায় শিশু নিহত

নভেম্বর ১৯ ২০২২, ১৭:৪২

আমতলী (বরগুনা) প্রতিনিধি ‍॥ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রীজ সংলগ্ন স্থানে জোবায়ের পরিবহন বাসের চাপায় শিশু ইয়াসিন (৫) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সকাল ১০ টার দিকে। নিহত ইয়াসিনের বাড়ী পশ্চিম চুনাখালী গ্রামে। তার বাবার নাম আব্দুস ছত্তার মিয়া।

জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আব্দুস ছত্তার মিয়ার বড় মেয়ে সুমাইয়া ও ছেলে ইয়াসিন শনিবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পুর্ব পাশে একটি দোকানে খাবার কিনতে যায়। খাবার নিয়ে সড়ক পাড়াপাড়ের সময় ঢাকাগামী জোবায়ের পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৩-২০২৭) বাসের চাপায় পিষ্ট হয়ে শিশু ইয়াসিন গুরুতর আহত হয়।

স্থানীয়রা শিশুকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালে চিকিৎসক ডাঃ মার্জিয়া তাজিন শিশু ইয়াসিনকে মৃত্যু ঘোষনা করেছেন। ঘটনার পরপরই বাস চালক, সুপার ভাইজার ও হেল্পার পালিয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুতগামী জোবায়ের পরিবহন বাসটি শিশু ইয়াসিনকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই শিশু নিহত হয়।

শিশুটির বাবা আব্দুস ছত্তার মিয়া কান্নাজনিত কন্ঠে বলেন, মোর সব শ্যাষ অইয়্যা গ্যাছে। মোরো কেডা আব্বা বইল্লা ডাকবে। ও আল্লাহ তুমি মোর এ্যামন সর্বনাশ হরলা ক্যান।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোসাঃ মার্জিয়া তাজিন বলেন, শিশু ইয়াসিনকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারের সিদ্ধান্ত মত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও