নির্বাচনে যাবে তৃণমূল বিএনপি : শমসের মুবিন
নভেম্বর ০৮ ২০২৩, ১৩:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নিবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছি। ৩০০ সংসদ আসনে প্রার্থী দিবো।
বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে তৃনমূল বিএনপিতে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির সাবেক এই নেতা বলেন, আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাসী নই। আগুন সন্ত্রাস করে কোনো সমাধান আসে না।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক ডজন নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেন। তারা অনেকে বিএনপির ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সাবেক নেতা। তবে তারা তেমন পরিচিত মুখ নন। এরমধ্যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারাও রয়েছেন। আরও বক্তব্য দেন দলের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন মেজর (অবঃ) ডা. শেখ হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমুখ।







































