হিরো আলমের বিরুদ্ধে জিডি করলেন তারই নায়িকা

জুন ১১ ২০২৩, ১২:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করলেন তারই সিনেমার নায়িকা রিয়া চৌধুরী। গত শুক্রবার রাজধানীর বাড্ডা থানায় তিনি এই জিডিটি করেন।

জিডিতে বলা হয়েছে, ‘হিরো আলম বগুড়া’ নামক ফেসবুক পেজ থেকে রিয়া চৌধুরী দেখতে পান হিরো আলমের কথিত সহযোগী রিয়া মনি (২৭) নামধারী একটি মেয়ে তাকে অশ্লীল গালাগাল করছেন। এতে হিরো আলমের ইন্ধন রয়েছে। সামাজিকভাবে রিয়া চৌধুরীর মানহানি ও ভাবমর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জিডি হয়েছে, তবে এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।

বাদী রিয়া চৌধুরীর বাসা রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায়। সদ্য মুক্তি পাওয়া হিরো আলমের ‘টোকাই’ সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

এদিকে বিষয়টি নিয়ে হিরো আলম বলেন, ‘আমার পেজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয়নি।

কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করা হয়েছে। আর পেজতো আমি চালাই না, অ্যাডমিনরা চালায়। সে প্রমাণ করুক যে আমি তাকে গালিগালাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘এসব নিয়ে এখন মাথা ঘামানোর সময় নেই। আজ রোববার থেকে আমি ঢাকা-১৭ আসনের প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছি। ব্যস্ততা এখন নির্বাচন নিয়ে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও