ঝালকাঠিতে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ইটভাটা, জরিমানা ৯ লাখ

মে ০৯ ২০২৩, ১৩:২৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা ও তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৮ মে) জেলার নলছিটি ও কাঠালিয়া উপজেলায় দিনভর এ অভিযান পরিচালনা করে বরিশাল পরিবেশ অধিদপ্তর।

সূত্র জানায়, জেলার কয়েকটি ইটভাটায় কৃষিজমি কেটে তা দিয়ে ইট তৈরি করা হচ্ছে মর্মে খবর পেয়ে বরিশাল অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম বাসেদের নেতৃত্বে একটি টিম নলছিটি উপজেলার মগড়ে অবস্থিত এমএমডি ও মুন ইটভাটায় অভিযানে গেলে ঘটনার সত্যতা পায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এমএমডি ইটভাটার মালিক বাকের হাওলাদারকে পাঁচ লাখ টাকা ও মুন ইটভাটার মালিক সাদ্দাম হোসেনকে চার লাখ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) নেহের নিগার তনু। এ সময় কাঠালিয়া উপজেলার কেএসডি ব্রিকস, এমসিডি ব্রিকস ও নলছিটি উপজেলার পৌর এলাকায় অবস্থিত তিলক ব্রিকসের মালিকরা অভিযানের খবর টের পেয়ে পালিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তিনটি ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া হয়।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম বাসেদ বলেন, কৃষিজমি বা টিলা হতে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা এবং আবাসিক এলাকার অভ্যন্তরে ইটভাটা স্থাপন করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫ এবং ৮ ধারা মোতাবেক তাদেরকে এ জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও