ঝালকাঠিতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মী কারাগারে
এপ্রিল ১২ ২০২৩, ২৩:৪৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুলিশের কাজে বাধাদানের মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আদালতের ধার্য তারিখে হাজিরা দিলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার পারভেজ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেব দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন সরদার, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান খান, যুবদল নেতা চন্দন পোদ্দার, জাহিদুল ইসলাম হাওলাদার, ইয়াসির আরাফাত মিঠু, আতিকুর রহমান খালেক ও সাদ্দাম হোসেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে উত্তেজিত নেতাকর্মীরা।
এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ২০ জন। ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে পুলিশ। পরে আটক ১৬ নেতাকর্মীসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন ঝালকাঠি সদর থানার এসআই দেবাশীষ মোদক।
আটক আসামিরা ঝালকাঠির আদালত থেকে এবং এজাহার নামীয় অন্যান্য আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অগ্রিম জামিন আনেন।
জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার ধার্য তারিখে হাজিরা দিতে যান ১৪ নেতাকর্মী। পরে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার পারভেজ।







































