রাস্তার পাশে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
মার্চ ১৫ ২০২৩, ১১:০০
অনলাইন ডেস্ক :: টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) সকালে বাসাইল পৌরসভার গাজীরভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাসাইল থানার পরিদর্শক তদন্ত মো. হানিফ জানান, স্থানীয়রা গাজীরভাঙ্গা এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেলারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এছাড়া নিহতের মুখসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার বরিশাল/আরএইচ







































