মনপুরায় সুদের টাকা নিয়ে মসজিদে সংঘর্ষ
মার্চ ১১ ২০২৩, ২০:০০
মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ মনপুরার হাজীরহাট ইউনিয়নের চৌমুহনী বাজার মসজিদে সুদের টাকা দান নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার স্বীকার হন আলাউদ্দিন (৩৮)।
মঙ্গলবার (৭ মার্চ) পবিত্র রজনী শবেবরাতের নামাজ আদায় শেষে দান করার প্রসঙ্গে তর্কাতর্কিতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা হলেন, রিয়াজ হাওলাদার (মসজিদের সভাপতি) (৪০), বেল্লাল হোসেন ছুটি হাওলাদার (৩৭) এবং আলাউদ্দিন (৪০)।
মসজিদের সাধারণ মুসুল্লি আহত অবস্থায় আলাউদ্দিন (৩৮) কে উদ্ধার করে বাসায় পাঠালেও ক্ষান্ত হয়নি হামলাকারীরা। কিছুক্ষণ পরে আহত আলাউদ্দিনের বাড়িতে গিয়ে ৩ হামলাকারী ঘরবাড়ি ভাংচুর করে এবং তার স্ত্রী তাছনুর বেগমের উপর হামলা চালায়।
স্বামী-স্ত্রী (আলাউদ্দিন, তাছনূর) দুজনকে আহত করে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
জ্ঞান ফিরলে আহত আলাউদ্দিন তার স্ত্রী তাছনুর কে নিয়ে উপজেলা সদর হাসপাতালে যেতে চাইলে পথিমধ্যে বাঁধা দেন হামলাকারীরা। এলাকাবাসী এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসীর সাহায্যে আলাউদ্দিন এবং তাছনুরকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে ঔষধ আনতে ফার্মেসিতে গেলে সেখানে আবারও অতর্কিত হামলা করেন রিয়াজ, ছুটি, আলাউদ্দনি এবং সাথে যুক্ত হন রিয়াজ হাওলাদারের শালা জসিম ডাক্তার।
সাধারণ জনগণ উত্তেজিত হয়ে গেলে আলাউদ্দিনকে আহত অবস্থায় রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে আলাউদ্দিন এবং তার স্ত্রী তাছনুর কে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে হামলাকারীরা সাংবাদিক আসার খবর শুনে মনপুরা থেকে স্পিডবোট যোগে পালিয়ে যায়।
এ বিষয়ে হামলাকারী ৪ জনকে আসামী করে মনপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়ে মনপুরা থানার ইনচার্জ সাঈদ আহমেদ জানান, আমরা মামলা নিয়েছি। প্রাথমিক তদন্ত চলছে এবং আসামীদের খুব দ্রুত গ্রেফতার করা হবে।
আসামীরা পলাতক থাকায় কারোর সাথে কোনো যোগাযোগ করে তাদরে বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
সর্বশেষ এঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেছেন এলাকাবাসী।







































