ঝালকাঠিতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
মার্চ ০৯ ২০২৩, ১৩:৪৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। ইতোমধ্যে ইজতেমা ঘিরে সব স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ফজরের নামাজের পর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম মাঠে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন জোহর, আছর ও মাগরিব নামাজের পর এক একজন বুজুর্গ বয়ান করবেন।
আয়োজকরা জানিয়েছেন, তিন দিনব্যাপী ইজতেমা ময়দানে জেলার মুসল্লিরা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এবং নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইথিওপিয়াসহ কয়েকটি দেশের মুসল্লিরা অংশগ্রহণ করছেন। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
আ/ মাহাদী







































