পিরোজপুরে ছেলেসহ বীর মুক্তিযোদ্ধাকে মারধর, মোটরসাইকেল-টাকা ছিনতাই
ফেব্রুয়ারি ২৩ ২০২৩, ১৯:১৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে বেধড়ক মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার পৌর এলাকার কুমারখালীর পুলিশ লাইন সড়কের আনসার ক্যাম্পের সামনে এ হামরার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন- পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু (৭০) ও তার ছেলে অপূর্ব কুমার দাস (৩৮)।
এ ঘটনায় রাতেই শহরের কুমারখালী এলাকা থেকে মৃত হেমায়েত তালুকদারের ছেলে মিরাজ তালুকদার (৪৫) এবং মৃত আফচার সিকদারের ছেলে আলকাছ সিকদারকে (৫০ প্রেপ্তার করেছে পুলিশ। তবে তবে আহতদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল, মোবাইলফোন ও নগদ টাকা এখনও উদ্ধার করা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু বলেন, বুধবার দুপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে ছেলে অপূর্বকে নিয়ে পিরোজপুরে শহরের মাছিমপুরের বাসায় ফিরছিলেন।
পথিমধ্যে শহরতলীর কুমারখালী এলাকার পুলিশ লাইনস সড়কের আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে শান্তানু সাহাসহ কয়েকজন দুর্বৃত্ত রামদা, চাইনিজ কুঠার, হকিস্টিক, লাঠি নিয়ে মোটরসাইকেলের পথ রোধ করে।
তিনি বলেন, এ সময় তারা মোটরসাইকেল থামিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার কারায় তারা আমি ও আমার ছেলেকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
হামলাকারীরা আমার মাথা, হাত, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। এই সময় আমার ছেলে আমাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়।
আহত এই মুক্তিযোদ্ধা জানান, হামলার পর তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, ছেলের ঠিকাদারি ব্যবসার ৭০ হাজার টাকা, গলায় থাকা স্বর্নের চেইন, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মাসুদুজ্জামান জানান, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু বাদী হয়ে ১১ জনকে আসামি করে বুধবার রাতে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আ/ মাহাদী







































