বরিশালে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শিশুদের শহীদ মিনার নির্মাণ

ফেব্রুয়ারি ২০ ২০২৩, ২২:৩৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজ হাতে কলাগাছ দিয়ে শহিদ মিনার তৈরি করছে শিশু-কিশোররা।

ভালোবাসা ও মনের অভিব্যক্তি থেকেই শহিদ মিনার তৈরি করছে তারা। এ যেন শুধু শহিদ মিনার নয়, শহিদদের প্রতি অপার ভালোবাসা-শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

গ্রামের শিশু-কিশোররা একত্রিত হয়ে কয়েক দিন ধরে কলাগাছ, বাঁশ, ফুল ও কাগজ দিয়ে তৈরি করে এই শহিদ মিনার। শিশুদের মনে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ দেখে খুশি পরিবারের লোকজন ও স্থানীয়রা।

সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার পাশে অস্থায়ীভাবে কলাগাছ, বাঁশ, ফুল ও কাগজ দিয়ে শহিদ মিনার তৈরিতে ব্যস্ত কোমলমতি শিশুরা।

রাস্তার পাশে মাটিতে কলাগাছ পুঁতে তার উপরে রঙিন কাগজ লাগিয়ে রঙিন কালিতে লেখা ‘অ, আ, ক, খ’। এছাড়াও শহিদ বেদিতে বিছিয়ে দেওয়া হয়েছে রঙিন কাগজের মালা আর গুচ্ছ-গুচ্ছ ফুল।

আগামী মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে নিজ হাতে কলাগাছ দিয়ে শহিদ মিনার তৈরি করছে বরিশালের আগৈলঝাড়ার শিশু-কিশোররা।

কোনো কোনো শিশুদের রঙিন কাগজ কেনার টাকা না থাকায় শহিদ মিনার সাজাতে ব্যবহার করছে পুরনো খবরের কাগজ। আর তাতে আঠা লাগিয়ে সাজানো হচ্ছে শহিদ মিনার।

মা-বাবার কাছ থেকে অথবা স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে বাঁশ, সুতো, আঠা, রঙিন কাগজসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে কলাগাছ দিয়ে শহিদ মিনার তৈরি করে সেই শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় তারা।

এদের মধ্যে কেউ দ্বিতীয় শ্রেণি, কেউবা তৃতীয় শ্রেণি আবার কেউবা ৫ম শ্রেণির শিক্ষার্থী। উপজেলার কাঠিরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আনান মণ্ডল, অভিজিৎ ঢালী, দিয়া মণ্ডল, রিপা হালদার, রুদ্র হালদার, সূর্য্য হালদার, অর্পা বাড়ৈ, কাঠিরা আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষার্থী ঐশি মণ্ডল, সৌরভ হালদার, অনামিকা ঢালী, ঋতু হালদার, আপন চৌধুরী, লগ্ন হালদার, নিরব চৌধুরী, শক্তি চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কোমলমতি শিশুরা জানান, তাদের বিদ্যালয়ে স্থায়ী শহিদ মিনার থাকলেও মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের জন্য তাদের মনের অভিব্যক্তি থেকেই শহিদ মিনার তৈরি করছেন তারা। এভাবে নিজ হাতে তৈরি করা শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে আনন্দবোধ করে তারা।

এ ব্যাপারে উপজেলার হাওলা গ্রামের স্থানীয় বাসিন্দা, নুপুর বরকান্দাজ, কাঠিরা গ্রামে রমেন মণ্ডল, জোবারপাড় গ্রামের যতিষ মণ্ডলসহ স্থানীয় ও পরিবারের লোকজন জানান, শিশুদের মনে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ দেখে খুশি হয়েছেন তারা।

স্কুলে বইয়ের পাতায় রফিক, সফিক, বরকত, সালামসহ সব ভাষা শহিদের ভাষা আন্দোলনের ইতিহাস পড়েই শিশুদের মনে জন্ম নিয়েছে ভাষা শহিদের প্রতি এ শ্রদ্ধাবোধ।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও