কাউখালীতে জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

ফেব্রুয়ারি ২০ ২০২৩, ১৮:০০

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবাকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপ্ত কুন্ডু, ডাঃ তৌফিক হাসান সৌরভ।

উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি ওয়ার্ডের ১২১টি কেন্দ্রে ২৪৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ডাঃ সুজন সাহা বক্ত্যবে বলেন ভিটামিন এ অভাবে যে সকল রোগ হতে পারে তার বিস্তারিত তুলে ধরেন এবং প্রতিরোধের সম্ভাব্য দিক নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকতা মেহের নিগার সুলতানা বলেন ভিটামিন এ খাওয়ালে শিশু মুত্যুর ঝুঁকি কমে, অন্ধত্ব থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়েরিয়া, হাম সহ মারাত্মক অপুষ্টিজনিত রোগ থেকে রক্ষা পায়।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও