বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি: খোঁজ মেলেনি নিখোঁজ জেলেদের
ফেব্রুয়ারি ১৯ ২০২৩, ১৯:৪৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এফবি ভাই ভাই ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনায় নিখোঁজ জেলেদের এখনো খোঁজ মেলেনি।
তাদের উদ্ধারে রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে র্যাব-৮ ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে।
এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে পাথরঘাটা মৎস্যবন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকায় ওই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এসময় জলদস্যুদের হামলায় ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে ৯ জেলে সাগরে নিখোঁজ হন।
খবর পেয়ে হামলায় আহত জেলেদের শনিবার রাত ৮টার দিকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসা হয়। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, নিখোঁজ জেলেদের সন্ধানে অভিযান চালাচ্ছে র্যাব-৮ ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ জেলেদের খোঁজ মেলেনি।
নিখোঁজ জেলেরা হলেন কাইউম জোমাদ্দার (৩৫), ইয়াছিন জোমাদ্দার (৩২), আবুল কালাম (৫৮), শফিকুল মাঝি (৩৫), খাইরুল ইসলাম (৪০), আবদুল আলীম (৫৫), ফরিদ (৩৮), আবদুল হাই (৪০)। অপর এক জেলের পরিচয় পাওয়া যায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আহত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আব্দুল হক ও মধু মিয়া নামে দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
ট্রলার মালিক মনির আকন জানান, আমার ছেলে মো. মিরাজ বর্তমানে পাথরঘাটায় আছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে তাদের সব ধরনের সহযোগিতা করছে।
এ বিষয়ে পাথরঘাটা দক্ষিণ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার বলেন, পাথরঘাটা কোস্টগার্ডের সঙ্গে র্যাব-৮ সদস্যরাসহ রাঙ্গাবালী ও চরমালিকা থেকে কোস্টগার্ড টিমের অংশগ্রহণে অভিযান চলছে।অভিযানে তেঁতুলিয়া নামে একটি উদ্ধারকারী জাহাজ আমাদের সঙ্গে রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ কোনো জেলের সন্ধান পাওয়া যায়নি।
আ/ মাহাদী







































