ঝালকাঠিতে খাল রক্ষার দাবিতে মানববন্ধন

ফেব্রুয়ারি ১৬ ২০২৩, ১৭:৫৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠি শহরের থানার খালসহ সরকারি খালগুলো রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে আজ বৃহস্পতিবার দুপুরে সচেতন ঝালকাঠি পৌরবাসী ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি শহরের ভেতর ও পাশ থেকে বয়ে যাওয়া প্রবাহিত খালগুলোতে মাঝারি ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। ড্রেন নির্মাণকাজ বন্ধ রেখে খাল খননের দাবিতে মূলত মানববন্ধনটি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, বধ্যভূমি সংরক্ষণ সংগঠনের সভাপতি মো. হাসান মাহমুদ, শেখ রাসেল স্মৃতি সংসদ ঝালকাঠি পৌর শাখার সভাপতি জাহিদ আহম্মেদ জিতু, স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. শাকিল হাওলাদার রনি প্রমুখ।

বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষের ৩০ ফুটের অধিক প্রস্থের প্রবহমান খালগুলো ডিপ ড্রেনের নামে সংকুচিত করার উদ্দেশ্য মহৎ নয়। এ সময় তাঁরা খালগুলো খননের দাবি জানান।

একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, আইনজীবী, রাজনৈতিক নেতা-কর্মীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও