পাথরঘাটায় অভিযান চালিয়ে দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার

জানুয়ারি ২৪ ২০২৩, ১২:৩৪

অনলাইন ডেস্ক :: বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হরিণঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে চামড়া দু’টি জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার জানান, হরিণঘাটা খাল হয়ে একটি প্লাস্টিকের বস্তায় করে কিছু অবৈধ জিনিস নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই বস্তা খুলে তাতে দু’টি চিত্রা হরিণের চামড়া পাওয়া যায়। তবে এসময় হরিণের চামড়া পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দ করা হরিণের চামড়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও