নাজিরপুর উপজেলা বিএনপির কমিটি গঠন

জানুয়ারি ১০ ২০২৩, ১২:৫৪

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত ওই কমিটিতে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান দুলালকে আহ্বায়ক ও মো. আবু হাসান খানকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্যসচিব মো. অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ঘোষিত কমিটিতে মো. রেজাউল করিম লিটন, মো. রফিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম বাদল, মো. ইয়াহিয়া খান, মো. আসাদুজ্জামান টিপু হাজরা, মো. সফিকুল ইসলাম সাফিক, মো. আলমগীর হোসেন খান ও মো. তৌহিদুল ইসলাম হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক এবং মো. নজরুল খান, মো. হিরুয়ার রহমান মোল্লা, এম আনোয়ারুল ইসলাম পলাশ, শফিকুল ইসলাম মানিক ও মিজানুল হক লিটনকে সদস্য করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব মো. অহিদুজ্জামান লাভলু বলেন, এর আগে গত ৫ বছর ধরে ওই উপজেলায় চার সদস্যবিশিষ্ট গঠিত কমিটি রয়েছে। ওই কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ বছর আগে ওই উপজেলা বিএনপির সভাপতির পদ ছাড়া সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত করা হয়। কিন্তু গত পাঁচ বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি। এতে নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও