ঝালকাঠির নলছিটিতে ১কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
জানুয়ারি ০৯ ২০২৩, ১৮:৪৮
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় হাসান সরদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
রবিবার(৮ জানুয়ারী) রাত ১০টার দিকে নলছিটি পৌর শহরের খাসমহল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করে ডিবির একটি টিম।
গ্রেফতার হওয়া যুবকের নাম হাসান সরদার(৩০) সে খাসমহল এলাকার মো. নাসির সরদারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃত হাসান সরদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৯জানুয়ারী) ঝালকাঠি আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিকে জেল হাজতে প্রেরন করেন।
আ/ মাহাদী







































