ভাণ্ডারিয়ায় ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

জানুয়ারি ০৯ ২০২৩, ১৮:২৪

পিরোজপুর প্রতিনিধি ‍॥ পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ সোমবার (৯জানুয়ারি) বিকেলে উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারীবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকার ধান ক্ষেত সংলগ্ন একটি ডোবা থেকে ষাট বছরের অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন কৃষক পাকা ধান কাটতে গিয়ে ওই ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলিত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

এঘটনায় থানা পুলিশ ছাড়াও পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই), সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং লাশের পরিচয় উৎঘাটনের চেষ্টা করছে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান সাংবাদিকদের জানান, অজ্ঞাত পরিচয়ে ষাট বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও