বিনোদন প্রতিবেদক : ২১তম ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে জয়া আহসান অভিনীত ভারতীয় সিনেমা ‘ঝরা পালক’। সায়ন্তন মুখোপাধ্যায় এই সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা ও সংসদ সদস্য ব্রাত্য বসু।
জয়া আহসানের ‘ঝরা পালক’
অক্টোবর ৩১ ২০২২, ০৯:১৯
দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এখানে কবির স্ত্রীর ভূমিকায় দেখা মিলবে জয়া আহসানের। নতুন বছরের ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকা চলচ্চিত্র উৎসব।