পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

ডিসেম্বর ০৪ ২০২৫, ১৬:৫১

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি উল্লেখ করেন, “এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়; এটি গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। এটি শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন।” তাই পুলিশ কর্মকর্তাদের সেই লক্ষ্য সামনে রেখেই দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব নির্দেশ দেন।

ড. ইউনূস জানান, গণঅভ্যুত্থান পরবর্তী এই ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য ছিল যেন দায়িত্ব পালনে কোনো প্রকার পক্ষপাতিত্বের সুযোগ না থাকে। তিনি বলেন, অনেক সময় চেষ্টা সত্ত্বেও দায়িত্ব পালনে সূক্ষ্ম পক্ষপাত চলে আসার সম্ভাবনা থাকে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের জন্ম হবে। এ কারণে দেশের পুলিশ বাহিনীকে ধাত্রীর ভূমিকা পালন করতে হবে। কাপুরুষের মতো নয়; শহীদদের স্বপ্ন পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও