বরিশালে জাতীয় সমবায় দিবস পালিত
নভেম্বর ০১ ২০২৫, ১৮:৪৬
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এশ্লোগানে বরিশালে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সমবায় বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে সমবায় দিবস উপলক্ষ্যে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ আহসান হাবিব।
বিশেষ অতিথি অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক সহ অন্যরা। আলোচনা শেষে অতিথিরা বিভাগীয় পযায়ে শ্রেষ্ঠ ৮ সমবায় সমিতি ও ৪ জন সমবায়ের হাতে ক্রেষ্ট তুলে দেন।









































