ঝালকাঠিতে ভেলা বাইচ

অক্টোবর ২৩ ২০২৫, ০২:০১

‘মারো ঠেলা হেঁইয়ো, শাবাশ জোয়ান হেঁইয়ো, আরও জোরে হেঁইয়ো’—এমন নানা স্লোগানে ঝালকাঠির কাঠালিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ভেলা বাইচ প্রতিযোগিতা। বুধবার সকালে কাঠালিয়ার আওরাবুনিয়ায় ডাইনের নদীতে এই ভেলা বাইচ অনুষ্ঠিত হয়। আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দির এ প্রতিযোগিতার আয়োজন করে।

ভেলা বাইচে মোট ছয়টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে চৌধুরিহিস্যা দলের ভেলা প্রথম স্থান অর্জন করে, দ্বিতীয় হয় সুবোত হাওলাদারের ভেলা এবং তৃতীয় স্থান অর্জন করে শুশিল ঘরামীর ভেলা দল।

ব্যতিক্রমী এই ভেলা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে শিশু-কিশোরসহ সব বয়সের বিপুলসংখ্যক নারী ও পুরুষ উপস্থিত হন। দর্শকরা নৌকায় চড়ে, নদীর পাড়ে এবং ব্রিজের ওপর দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতি বছর কালীপূজা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ভিন্ন মাত্রার আনন্দ দিতে তাঁরা কলাগাছের তৈরি ভেলা বাইচের আয়োজন করেন। এই প্রতিযোগিতায় আশপাশের গ্রামের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও