ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবি

অক্টোবর ১২ ২০২৫, ০২:৩৫

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের একটি মালবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে এমভি সৌমি-১ জাহাজের থাকা ৭০ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এছাড়াও জাহাজ ডুবে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মালিক পক্ষ।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম বাদী হয়ে দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল দুপুরে দৌলতখান সংলগ্ন মেঘনা নদীতে ডুবোচরে আটকা পড়ে এমভি সৌমি-১ নামের জাহাজটি। পরে আজ দুপুর ১২ টায় বিপরীত থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজ সৌমি-১ কে সজোরে ধাক্কা দেয়। এতে সৌমি-১ জাহাজের তলা ফেটে জাহাজটি ডুবে যায়। পরে জাহাজে থাকা নাবিকরা স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার হয়ে তীরে পৌঁছায়।

ক্ষতিগ্রস্থ জাহাজের মাস্টার আমিনুল হক জানান, আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটি ধাক্কা দেওয়ার আগে বার বার রেডিওতে বলা হচ্ছিল যে জাহাজের সঙ্গে জাহাজে লেগে যাচ্ছে। কিন্তু এমভি টিটু-৫৪ জাহাজ থেকে কোন সাড়া পায়নি। তারা আমাদের মেরে দিয়ে চলে গেছে।

তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে তাদের ৭০ লক্ষ ৫৬ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও