পটুয়াখালীর নতুন জেলা প্রশাসকের মতবিনিময়
সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১৫:২৮
দুমকী উপজেলায় মতবিনিময় সভা করেছেন পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
দুমকীতে পটুয়াখালীর নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার (২২ সেপ্টেম্বর) দুমকী উপজেলা পরিষদ সভাকক্ষে গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র।
আরও পড়ুন: ৩ জেলায় নতুন ডিসি
রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুমকী উপজেলা শাখার আমির মাওলানা জালাল আহমেদ খান, এবং গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. নাসির উদ্দিন।
এছাড়াও মতবিনিময় করেন দুমকী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, দুমকী সরকারি জনতা কলেজের শিক্ষক মো. শহিদুল ইসলাম, দুমকী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান, সাংবাদিক প্রকৌশলী মো. কামাল হোসেন, এনজিও প্রতিনিধি হোসাইন আহমেদ কবির, এবং ছাত্র প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম দূর্জয়।
নতুন জেলা প্রশাসক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়াও তিনি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সেখানকার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন।









































