রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১৫ ২০২৫, ২০:৩৪
মোঃ রিয়াজ মিয়া,ঝালকাঠি ॥ সারা দেশের ন্যায় ঝালকাঠি জেলার রাজাপুরের ঐতিহ্যবাহী বড়ইয়া ডিগ্রি কলেজের ২০২৫-২৬ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধার ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রেজাউল করিম,মাকসুদা পারভীন, অসীম রঞ্জন সিকদার, মোঃ আমিনুল ইসলাম তালুকদার, নীল কমল সানা, অভিনাস দাড়িয়া এবং মোঃ শহিদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান,তানজিলা মল্লিকা, জান্নাহ মাসাবী মিরু দুলা প্রমূখ। এসময় মনমুগ্ধ সংগীত পরিবেশন করেন প্রভাষক নীল কমল সানা, শিক্ষার্থী মৌমিতা মজুমদার, মিমি এবং আবিদ হোসেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক তাওহীদুল ইসলাম ইমরান।









































