বরিশ‍াল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি

দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নভেম্বর ২৯ ২০২২, ২২:৪৩

নিজস্ব প্রতিবেদক ‍॥ ওষুধ ব্যবসায়ীদের সংগঠন কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির বরিশাল শাখার নতুন কমিটি গঠন নিয়ে বিরোধে জড়িয়েছে দু’পক্ষ। তারা একে অপরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে।

সমিতির সাবেক সভাপতি মফিজুল ইসলাম কামাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নতুন কমিটির ব্যাপারে তিনি কিছুই জানেন না। সভাপতি দাবিদার সিটি কাউন্সিলর আক্তারুজ্জামান হিরু সংগঠনের অবৈতনিক সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ১৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ অভিযোগে তাঁকে ১৯৯৯ সালে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে হিরু বলেন, বর্তমান কমিটি গঠনের আগে কেন্দ্রীয় নেতারা তদন্ত করে অভিযোগের সত্যতা পাননি। বরং সাবেক সভাপতি কামাল বিভিন্ন সময় সংগঠনের ১০ লাখ টাকা ব্যাংকের হিসাব নম্বর থেকে তুলে আত্মসাৎ করেছেন। সবকিছু যাচাইয়ের পর আগের কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম জানান, গত ২২ অক্টোবর সমিতির বরিশাল শাখার ছয় মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তার আগের কমিটি বাতিলে চিঠি দেওয়া হয় সদ্য সাবেক সভাপতি কামালকে। অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ সভা ছিল ২৩ নভেম্বর। সভায় কামালকে আমন্ত্রণ জানানোর জন্য ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

জানা যায়, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাবেক সভাপতি কামালের আপন ভাগ্নে। তবে মামা-ভাগ্নের সম্পর্ক সাপে-নেউলে। বর্তমান কমিটি মেয়রের আশীর্বাদপুষ্ট- এমন অভিযোগের ব্যাপারে নেতারা বলেন, কমিটি গঠনের সঙ্গে মেয়রের কোনো সম্পর্ক নেই। বরিশালের একজন অভিভাবক হিসেবে নতুন কমিটির নেতারা মেয়রকে শুভেচ্ছা জানিয়েছেন।

বরিশালের কমিটি নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ জানতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় সভাপতি শাহজালাল বাচ্চুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও