বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সেপ্টেম্বর ০৮ ২০২৫, ১৫:২৪

আমার বরিশাল ডেস্ক : প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালিত হয়েছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল  জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বরিশাল শিক্ষা ব্যুরো উপানুষ্ঠানিকের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্নরায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে অতিথিরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস মূলত জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেসকো-ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস।
১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেসকো ৮ সেপ্টেম্বর তারিখকে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ হিসেবে ঘোষণা করে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও