কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ০৭ ২০২৫, ০০:২০

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

আহম্মেদ পাশা তানভীর, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। কলাপাড়ায় লামিয়া হত্যার ঘটনায় নিরীহ গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শতশত গ্রামবাসী। শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূক্তভূগী সোহেল এর মা হাজেরা খাতুন, শান্তা বেগম, নজরুল ইসলাম, মো.সুমন হাওলাদার, তাবিদ আদনান বাদল, মো. নিজাম উদ্দিন খন্দকার।
এ সময় বক্তারা বলেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। লামিয়ার মা  হালিমা বেগমের সহযোগিতায় এই হত্যা হলেও এ মামলায় আসামী করা হয় জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন ও হাসানকে। অথচ তারা ঘটনার দিন এলাকায় ছিলেন না। লামিয়ার পরিবার স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সহযোগীতায় নিরীহ গ্রামবাসীদের নামে মামলা দায়ের করে। তারা এখন  টাকা দাবি করছে।
এলাকাবাসী দাবি করেন, লামিয়া হত্যার ঘটনায় নিরীহ গ্রামবাসীদের নামে অবিলম্বে মামলা প্রত্যাহার করা হোক এবং প্রকৃত আসামীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সঠিক তদন্তের দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও