ঝালকাঠিতে হত্যাচেষ্টার দায়ে পাঁচ ভাইয়ের কারাদণ্ড

নভেম্বর ২৭ ২০২২, ১৯:৫৪

নিজস্ব প্রতিবেদক ‍॥ ঝালকাঠিতে হত্যাচেষ্টার দায়ে একই পরিবারের পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার সকালে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পারভেজ শাহরিয়ার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী সুমন্ত বড়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নান্না হাওলাদারকে (৪৯) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নান্না হাওলাদারের ভাই সুলতান ও সাগর হাওলাদারকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাঁদের আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

এ ছাড়া তাঁদের অপর দুই ভাই বাহারুল হাওলাদার ও খোকন হাওলাদারকে আদালত ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে বাহারুল ও খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের দুজনকে জামিন দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের রূপসিয়া গ্রামের বাসিন্দা।

 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৪ ডিসেম্বর দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে ঝালকাঠি সদর উপজেলার রূপসিয়া গ্রামের মিরাজ হাওলাদারের পরিবারের সদস্যদের ওপর আসামিপক্ষ হামলা করে। এ সময় মিরাজের পরিবারের তিনজন আহত হন। পরে এ ঘটনায় মিরাজ বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন। ঝালকাঠি সদর থানার পরিদর্শক মো. শাহবুদ্দিন ২০১২ সালের ৩১ জানুয়ারি আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের বেঞ্চ সহকারী সুমন্ত বড়াল বলেন, আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করে এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও