নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবেন : রাশেদ খান

মে ১৯ ২০২৫, ১৯:০২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে নুসরাত ফারিয়া গ্রেপ্তারের পর থেকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। নুসরাত ফারিয়া গ্রেপ্তার করা হলে তিশারাও গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন। ওই পোস্টে রাশেদ খান বলেন, ‘নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবেন। এমনকি সারা জীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা।

কিন্তু?’ ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই সরকারের এমন মন্তব্য করে তিনি বলেন, ‘নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেখানে স্বয়ং নসরুল হামিদের বিপুর লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার স্বামী আবু বকর সিদ্দিক সাহেব! সাবের-মান্নানদের জামিন তদবির করেছেন রেজওয়ান আপারা। উপদেষ্টা পরিষদে আলী ইমাম মজুমদারদের মতো শেখ মুজিবপ্রেমীরা রয়েছেন।

এই অবস্থায় সরকার ডাকাত না ধরে ছিঁচকে চোর ধরা নিয়ে ব্যস্ত! আর ডাকাতদের সেফ এক্সিট ও প্রটেকশন দিচ্ছে।’ গণ অধিকারের এই নেতা আরো বলেন, ‘গণহত্যার বিচার ও দাবিকে নরমালাইজ করার জন্য এই ধরনের ফাতরামো শুরু করেছে সরকার। কোনো সন্দেহ-সংশয় থাকলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত। কিন্তু রাঘববোয়াল ছেড়ে ছিঁচকে চোর ধরে হৈচৈ তৈরি করার মহত্ত্ব কী?’

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও