সাবেক সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
মে ১৯ ২০২৫, ১৭:৩৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহপরিচালক মো. সাজিদ-উর-রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আলী মিয়া ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগটি দুদক অনুসন্ধান করছে। এদিকে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। তিনি পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হবে। এ কারণে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।









































