ঝালকাঠিতে মসলায় রং মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা

মে ১১ ২০২৫, ১২:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে মসলায় কৃত্রিম রং মেশানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১০ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শহরের বাতাসাপট্টি এলাকার আদিব ফ্লাওয়ার মিলকে এ জরিমানা করা হয়। মিলটিতে বিভিন্ন মসলার সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল রং মিশিয়ে তা বাজারজাত করা হচ্ছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে সদর থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাফিয়া সুলতানা বলেন, বাজার মনিটরিংয়ের নিয়মিত অংশ হিসেবে আদিব ফ্লাওয়ার মিলে গিয়ে এ কৃত্রিম রং দেখতে পাই, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তারপর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও