দল থেকে পদত্যাগ করলেন আ.লীগ নেতা ছিদ্দিক

মার্চ ১৯ ২০২৫, ১৬:০০

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ছিদ্দিকুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১৯ মার্চ) দুপুরে কাঁঠালিয়া প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ছিদ্দিকুর রহমান লিখিত পদত্যাগপত্রে বলেন, ‘আমি বিগত ২০১৭ সালে উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদরাসায় অধ্যক্ষ পদে যোগদান করি।

মাদরাসার উন্নয়নের লক্ষে ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কাঁঠালিয়া উপজেলা শাখার কমিটিতে ধর্ম বিষয়ক পদে অন্তর্ভুক্ত হই। বর্তমানে আমি ছারছিনার ছেলছেলায় বিশ্বাসী এবং ছারছিনার বর্তমান পীর সাহেবের বক্তদের কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার জন্য নির্দেশ দিয়েছেন তাই আমি উক্ত পদ থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করিলাম এবং ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হবো না।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও