বরিশালে পুকুর থেকে মানবদেহের একাধিক খণ্ডিত অংশ উদ্ধার

জানুয়ারি ২৬ ২০২৫, ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাশীপুরের পশ্চিম ইছাকাঠী এলাকার দুটি পুকুর থেকে মানবদেহের একাধিক খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, হত্যাকাণ্ড সংঘটিত করার পর দেহের বিভিন্ন অংশ ওই দুটি পুকুরে ফেলা হয়।

তবে এটি বরিশালের বাইরের ঘটনা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি খণ্ডিত পা উদ্ধার করে মর্গে পাঠায়।

এরপর ওই পুকুরসহ পার্শ্ববর্তী পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় হাত-পা এবং কলিজাসহ পাঁচ টুকরা উদ্ধার করে। এলাকাবাসী জানায়, সকালে ¯’ানীয় এক ব্যক্তি আলতাফ মেয়ার পুকুরে হাতমুখ ধুতে যায়।

এ সময় মানুষের পায়ের একটি অংশ দেখতে পায়। এরপর পার্শ্ববর্তী হাতেম মীরার দিঘিতে এক কিশোর মরা মাছ মনে করে একটি ব¯‘ উঠালে সেখানে আরেকটি পায়ের অংশ পায়। এই ঘটনায় ¯’ানীয়রা ৯৯৯ ফোন দিলে পুলিশ সন্ধান চালিয়ে মানবদেহের কলিজাসহ মোট ৫ টি টুকরা উদ্ধার করে।

পুকুরে আরও খণ্ডিত অংশ থাকার আশঙ্কায় বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ডুবুরি দলকে পুকুরে নামানো হয়। তবে পুকুর থেকে আর কোনো খণ্ডিত অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ খণ্ডিত অংশের মাথার সন্ধান চালাচ্ছিল।

চেহারা উদ্ধার করা সম্ভব হলে সেক্ষেত্রে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ সন্ধান মিললে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিচয় সম্ভব ছিল বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সিকদার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার রুনা লায়লা জানান, মানবদেহের অংশগুলো নারী না পুরুষের তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া ডিএনএ টেস্টসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে এটি কার। তাছাড়া গত কয়েকদিনে যেহেতু কোন নিখোঁজ মামলা বা ডায়েরি হয়নি, তাই ধারনা করা হচ্ছে এটি নগরীর বাইরের ঘটনা। তবে পরিচয় উদ্ধার ও রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও