নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ২৫ ২০২৪, ১৭:০১

নিজস্ব প্রতিবেদক: সড়ক সংস্কারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২৫ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টায় পৌরসভার সূর্য্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে প্রবীণ শিক্ষক হারুন অর রশিদ তালুকদার, ব্যবসায়ি গোলাম মোস্তফা খান, আলি আকবর খান, আকাশ তালুকদার, সমাজকর্মী বালি তাইফুর রহমান তূর্য প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পৌরসভার মল্লিকপুর থেকে সূর্য্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পথচারীসহ এলাকার মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে সড়কে ভোগান্তি বেড়ে যায়। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না।

সড়কটি সংস্কারের জন্য পৌরসভা থেকে অর্থ বরাদ্দ করা হলেও আংশিক কাজ করে লাপাত্তা হয়ে গেছেন ঠিকাদার। নিয়মিত পৌরকর দেয়ার পরও বছরের পর বছর এমন দুর্ভোগে এলাকাবাসী চরম বিক্ষুব্ধ।

দ্রুত সড়কটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও