সাবেক সংসদ সদস্য সাদেক খান তেজগাঁও থেকে গ্রেপ্তার
আগস্ট ২৪ ২০২৪, ১৯:৫৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য সাদেক খান। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ৷
ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর হামলার ঘটনায় অন্যতম আসামি তিনি।









































