কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা
অক্টোবর ২৯ ২০২২, ১৭:২৮
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিনের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী নিবার্হী কর্মকর্তা মোসা: খালেদা খাতুন রেখা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টি ( জেপি) সাধারণ সম্পাদক মঞ্জুরুল পায়েল, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম খোকন, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর।