স্ত্রীর যৌতুক মামলায় ঝালকাঠির সাবেক পৌর মেয়র আফজালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আগস্ট ১৩ ২০২৪, ২১:০৬

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। স্ত্রীর যৌতুক মামলায় ঝালকাঠির সাবেক পৌর মেয়র আফজাল এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার(১৩ আগস্ট) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের “৩” ধারায় আফজাল হোসেন রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁর প্রথম স্ত্রী ফরিদা ইয়াসমিন ছবি। বিচারক মোঃ মনিরুজ্জামান বাদীর অভিযোগ আমলে নিয়ে মামলার একমাত্র আসামী আফজাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানার সাথে বিগত ২৩/১২/৮৩ ইং তারিখ ফরিদা ইয়াসমীন ছবির বিবাহ হয়। তাদের সংসার জীবনে ফরিদা ইয়াসমীন ছবি গর্ভে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। এর মধ্যে একমাত্র পুত্র সন্তান ৩ বছর পূর্বে মৃত্যুবরণ করেন।

তাদের বিবাহের পর বেশ কয়েকবছর সুখে শান্তিতে ঘর সংসার করলেও বিগত কয়েক বছর যাবৎ আফজাল হোসেন স্ত্রী ফরিদা ইয়াসমীন ছবির ঝালকাঠি শহরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত কিছু সম্পত্তি বিক্রয় করিয়া তাকে বিবাহের পন স্বরুপ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা যৌতুক দেয়ার জন্য চাপ দিতে থাকে।

কিন্তু যৌতুক দিতে অস্বীকার করলে আসামী স্ত্রী ফরিদা ইয়াসমীন ছবির প্রতি মানসিক নির্যাতন চালতে থাকে এবং এক পর্যায়ে সে পূর্বানুমতি ব্যতিরেকে মোটা অংকের টাকা যৌতুক নিয়ে অন্যত্র এক নারীকে বিবাহ করেন। ফরিদা ইয়াসমীন ছবি ও তার সন্তানদের ভরণ পোষন দেয়া বন্ধ করে দেয়। আসামী আফজাল হোসেন ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে অনর থাকায় বাধ্য হয়ে ফরিদা ইয়াসমিন আদালতৈ মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও