ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতি

আগস্ট ০১ ২০২৪, ১৪:০৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে থাকা আলমারি ভেঙে ৮০ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণ ও ৫ ভরি রুপার গহনাসহ মালপত্র লুট নিয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের বাসিন্দা মৃত সৈলেন শীলের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘরে তার দুই ছেলে ব্যবসায়ী সঞ্চয় শীল ও রনজিৎ শীল বসবাস করতো। সঞ্জয় শীলের মা আরতি রানি ও রনজিতের স্ত্রী গীতা রানি জানান, মুখোশধারী ৫/৬ জন ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ৫ ভরি রুপাসহ মালামাল ও দলিলপত্র নিয়ে যায়। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনার শুনে রাতেই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও