ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতি
আগস্ট ০১ ২০২৪, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে থাকা আলমারি ভেঙে ৮০ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণ ও ৫ ভরি রুপার গহনাসহ মালপত্র লুট নিয়েছে।
বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের বাসিন্দা মৃত সৈলেন শীলের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘরে তার দুই ছেলে ব্যবসায়ী সঞ্চয় শীল ও রনজিৎ শীল বসবাস করতো। সঞ্জয় শীলের মা আরতি রানি ও রনজিতের স্ত্রী গীতা রানি জানান, মুখোশধারী ৫/৬ জন ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ৫ ভরি রুপাসহ মালামাল ও দলিলপত্র নিয়ে যায়। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনার শুনে রাতেই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









































