বরিশালে বোনকে যৌণ হয়রানীর প্রতিবাদ করায় দুই ভাইকে হাতুড়ি পেটা

নভেম্বর ১৬ ২০২২, ১৭:১১

নিজস্ব প্রতিবেদক ॥ স্কুলে আসা যাওয়ার পথে বোনকে যৌণ হয়রানীর প্রতিবাদ করায় বখাটেরা দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শোলক হাজী এমএ রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্রী ও তার মামাতো বোন সপ্তম শ্রেনীর ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই যৌণ হয়রানী করে আসছে দত্তেরাবাদ গ্রামের কেরামত আলী শিকদারের ছেলে বখাটে সাব্বির শিকদার (২০), জুলহাস ইসলামের ছেলে ইয়াসিন (২১) ও তাদের সহযোগিরা।

 

সবশেসে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে ওই দুই বোনকে পুনরায় একই বখাটেরা যৌণ হয়রানী করে। বিষয়টি এক শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরে তার পরিবারকে জানায়। পরে ওই স্কুল ছাত্রীর ভাই রাকিব সরদার ও তার মামাতে ভাই সাগর হাওলাদার মঙ্গলবার বিকেলে বখাটে সাব্বিরকে শ্বাসিয়ে দেয়।

 

এ ঘটনার জেরধরে ওইদিন দিবাগত রাত ১০টার দিকে চাউকাঠী গ্রামের কালাম হাওলাদারের দোকানে বসা অবস্থায় অভিযুক্ত বখাটেরা রিফাত ও সাগরের ওপর হামলা চালিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়।

 

এ ঘটনায় আহত সাগর হাওলাদারের বাবা শাহজাহান হাওলাদার বাদি হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও