বরিশালে নারীকে কুপ্রস্তাব, বহিষ্কৃত এসআই মেহেদি গ্রেপ্তার

নভেম্বর ১৬ ২০২২, ১৩:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পর্যটকদের গাড়ি আটকিয়ে ঘুষ বাণিজ্যের দায়ে বহিষ্কৃত এসআই মেহেদি এক নারীকে জিম্মি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার বহিষ্কৃত এসআই মেহেদির বিরুদ্ধে এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার বহিষ্কৃত এসআই মেহেদি এক নারীর অশ্লীল ছবিকে জিম্মি করে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন।

সেই ঘটনায় ওই নারী বরিশাল কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে (১৫ নভেম্বর) মঙ্গলবার এসআই মেহেদিকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার গ্রেপ্তারকৃত এসআই মেহেদিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান। উল্লেখ্য, কিছুদিন আগে ধর্ষণ মামলায় আটক হয় বরিশাল নানীবুড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাসার।

আ/  মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও