রাজাপুরে ইজিবাইক কিনতে গিয়ে নিখোঁজ স্বামী
নভেম্বর ১৬ ২০২২, ১২:০০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরের শিরিন বেগমের (৩০) স্বামী সোহেল হাওলাদার (৩৭) গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সোহেল তিন লাখ টাকা নিয়ে ইজিবাইক ক্রয় করতে গিয়ে নিখোঁজ হন।
শিরিন বেগম বড় কৈবর্তখালি গ্রামের মৃত আব্দর ছত্তার হাওলাদারের মেয়ে। শিরিন বেগম বলেন, গত ২০১৬ সালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুসখালি গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে সোহেলের সাথে বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পরে গার্মেন্টস শ্রমিক হিসেবে সৌদি আরব যান তিনি। সেখানে প্রায় দু‘বছর কাজ করার পরে দেশে ফিরে এসে কয়েক মাস পরে আবার চট্টগ্রামে গার্মেন্টসে কাজ শুরু করেন তিনি।
তার কষ্টার্জিত জমানো তিন লাখ টাকা স্বামী সোহেলকে ইজিবাইক কিনতে ১ নভেম্বর তুলে দেন। ওই দিন গাড়ি কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে আজও বাড়িতে ফেরেননি তিনি। ফোনটিও বন্ধ রয়েছে তার।
এ বিষয়ে শিরিন গত ৩ নভেম্বর রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শিরিনের কাছে আর কোনো অর্থ না থাকায় ঘরে থাকা একমাত্র বৃদ্ধ অসুস্থ মা কুলসুম বেগমকে নিয়ে বর্তমানে তার তিন বেলা খাবার কিংবা মায়ের ওষুধ কেনার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই শিরিন তার স্বামী সোহেলের সন্ধান চাচ্ছেন।
স্বামীর সন্ধান চেয়ে সোমবার শিরিন রাজাপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদেরকে বিষয়টি লিখিতভাবে জানান। তার স্বামীর সন্ধান পেলে ০১৭২১৯২৩৫২৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, সোহেল হাওলাদারের নিখোঁজ হবার লিখিত অভিযোগ পেয়েছি। তার সন্ধানে খোঁজ খবর নেয়া হচ্ছে।
আ/ মাহাদী









































