বরিশালে তিন অসহায় পরিবারকে মেয়রের আর্থিক সহায়তা প্রদান
নভেম্বর ১৪ ২০২২, ২০:০৪
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার বাসিন্দা মরহুম এছাহাক আলী হাওলাদারের পরিবারকে একলাখ টাকা, হৃদরোগের চিকিৎসার জন্য নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকার বাসিন্দা জাহানারা বেগমকে ৫০ হাজার টাকা এবং নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের মেয়ের চিকিৎসার জন্য ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সোমবার মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ নগর ভবনে তার কার্যালয়ে বসে এ অর্থ সহায়তার চেক প্রদান করেন।
বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীর ০৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার বাসিন্দা এছাহাক আলী হাওলাদার বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২১ সালের ২০ জানুয়ারি মৃত্যুবরন করেন।
মরহুমের স্ত্রী রেনু বেগম এব্যাপারে মেয়র মহোদয়ের কাছে আর্থিক সহায়তার আবেদন করলে গতকাল তার হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
এদিকে হৃদরোগের চিকিৎসার জন্য নগরীর ০৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকার বাসিন্দা জাহানারা বেগম মেয়র মহোদয়ের কাছে আর্থিক সহায়তার আবেদন করলে গতকাল তার হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
এছাড়া নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদার তার মেয়ে সেলিনা আক্তার পাখির চিকিৎসার জন্য মেয়র মহোদয়ের কাছে আর্থিক সহায়তার আবেদন করলে তাকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।









































