আত্মহত্যার চেষ্টা করেও মৃত্যুর স্বাদ নিতে না পারলেও এবার প্রাণ নিল সড়ক দূর্ঘটনা
নভেম্বর ১২ ২০২২, ২০:০৯
এস এম রাজ্জাক পিন্টু, ঝালকাঠি ॥ ননী বণিক নামের এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেও মৃত্যুর স্বাদ নিতে না পারলেও এবার তার প্রাণ নিল সড়ক দূর্ঘটনা চলে গেল না ফেরার দেশে। এমনই ঘটনার জন্ম দিল ঝালকাঠি সদরের কির্ত্তীপাশা সড়কে দূর্ঘটনায় শনিবার বেলা ৩ টার সময় নিহত কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ ননী বনিক(৪৫)।
নিহত ননী বণিক ঝালকাঠি জেলা শহরের কাঠপট্টি রোডের বাকলাই ফাড়ির বাসিন্দা মৃত রাম বনিকের ছেলে। নিহত ননী কোম্পানির পণ্য কির্ত্তীপাশা বাজারে বিভিন্ন দোকানে দিয়ে ঝালকাঠি শহরে আসার পথে সড়ক দূর্ঘটনার শিকার হন। এক মেয়ের পিতা ননী বিগত কয়েকবছর আগে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল তখন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছিল ননী বনিক।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার হিরা জানান, কির্ত্তীপাশা সড়কে ননী নামের এক ব্যক্তির রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে আনেন, সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে নিহতের পরিচয় নিশ্চিত হয়ে তার স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করেন।
নির্মম এ দূর্ঘটনায় হতবাক নিহতের স্বজনরা তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান এবং নিহতের অসহায় স্ত্রী ও মেয়ের ভবিষ্যৎ জিরো বলে অভিমত ব্যক্ত করেন এলাকাবাসী কারন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল নিহত ননী বনিক।









































