নলছিটিতে গাজাঁ সহ মাদক কারবারি আটক

নভেম্বর ১২ ২০২২, ১৮:২৯

নলছিটি প্রতিনিধি ‍॥ ঝালকাঠির নলছিটিতে গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর)  রাত সাড়ে ১০ টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর কয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আসাদুজ্জামান শান্ত (৩৬) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চিথলী পূর্বপাড়া এলাকার বাতেন সরকারের ছেলে।

নলছিটি থানার এসআই মফিজুর রহমান জানান, এক মাদক কারবারি গাঁজা সহ দপদপিয়া ইউনিয়নের চর কয়া এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ঢাকার গাজীপুর এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঝালকাঠির বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও