বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হলেন রুম্পা সিকদার
নভেম্বর ১১ ২০২২, ১৮:১৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার।
বুধবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তাকে নিজ নিজ অধিক্ষেত্রে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
রুম্পা সিকদার ৩১ তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। ২০১৯ সালের ৮ জুলাই নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন









































