ঝালকাঠিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

আগস্ট ২৩ ২০২৩, ১৩:০৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি নলছিটি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য ফিলিং স্টেশনে পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোটভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য ফিলিং স্টেশনের পাশে। মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে ভোলার চরফ্যাশনে চলে যান।

বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল। গভীর রাতে ৮ থেকে ৯ জন ডাকাত বারান্দা বেয়ে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল লণ্ডভণ্ড করে গেছে।

নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা একসঙ্গে। ডাকাতরা আমাদের ছেলেমেয়েকে জিম্মি করে কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, বর্তমানে তারা তাদের বাবার মিলাদের জন্য নিজ বাড়িতে রয়েছেন। তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও