বরিশালে ভারতীয় কাঁচা মরিচ আসায় একদিনেই দাম কমেছে ৩০০ টাকা
জুলাই ০৩ ২০২৩, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতীয় কাঁচা মরিচ আসায় বরিশালে একদিনের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজিতে দাম কমেছে ৩০০ টাকা।
এখন কেজি প্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়। সোমবার ভোর রাতে নগরীর লঞ্চঘাট এলাকায় বরিশাল বহুমুখী সিটি পাইকারি সবজি বাজারে এসে পৌঁছায় ভারতীয় কাঁচা মরিচ।
বরিশাল বহুমুখী সিটি পাইকারি সবজি বাজারের সভাপতি দেলোয়ার ভুইয়া জানান, প্রথম দিন ভারত থেকে আসা প্রায় ছয় হাজার কেজি কাঁচা মরিচ বরিশালে এসেছে। বাজারের ছোট-বড় মিলিয়ে ৮১টি আড়তে এসব মরিচ বিক্রি হয়েছে।
সকাল থেকে খুচরা বিক্রেতাদের কাছে ভারতীয় কাঁচা মরিচ বিক্রি শুরু হয় বলে জানিয়েছেন বাজারের আড়তদার পিন্টু বিশ্বাস। পাইকারিতে দাম কমায় খুচরা বাজারেও একইভাবে দাম কমবে বলে জানান তিনি। পিন্টু বিশ্বাস জানান, বাজারে দেশীয় মরিচের সরবরাহ কম ছিল। তাই রোববার পাইকারি বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
খুচরা বাজারে তা বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকা দরে। বরিশালে ভারতীয় কাঁচা মরিচ আসায় একদিনেই দাম কমেছে ৩০০ টাকা তিনি জানান, সোমবার সিটি পাইকারি মার্কেটে ভারত থেকে কাঁচা মরিচ আসায় একদিনে কমেছে প্রতি কেজিতে ৩০০ টাকা।
ভারতীয় কাঁচামরিচ প্রতি কেজি ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে। তাই খুচরা বাজারে প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হবে। শেখ বাণিজ্যলয়ের শুভ মিয়া জানান, কম দামে কিনতে পারায় ক্রেতাদের কাছে কম দামে বিক্রি করা হয়েছে।
“তবে ভারতীয় মরিচ আসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশীয় মরিচ ব্যবসায়ীরা। তারা যে দামে কিনে এনেছেন। সেই দাম না পেয়ে হতাশা প্রকাশ করছেন।” তিনি আরও জানান, ভারত থেকে মরিচ আসায় দেশীয় মরিচ বিক্রেতারা কোণঠাসা হয়ে পড়ে। বাধ্য হয়ে তারা প্রতি কেজি ৪০০-৪৫০ টাকা দরে দেশীয় কাঁচামরিচ বিক্রি করেছেন।









































